অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম আফ্রিকার দূতেরা শনিবার মালির রাজধানীতে গিয়ে পৌঁছেছেন


নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথানের নেতৃত্বে পশ্চিম আফ্রিকার দূতেরা আজ শনিবার মালির রাজধানী বামাকোতে গিয়ে পৌঁছেছেন। সামরিক হুন্তা, যারা এ সপ্তার গোড়ার দিকে প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কীতাকে জোর করে ক্ষমতাচ্যূত করেছে এবং সরকার ভেঙ্গে দিয়েছে, তাদের সঙ্গে তাঁরা দেখা করবেন। পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সংগঠন, সংক্ষেপে ECOWAS’এর প্রতিনিধিদলের সদস্যরা প্রেসিডেন্ট কীতা এবং বিদ্রোহী সৈন্যরা যে সব সরকারি ও সামরিক কর্মকর্তাদের আটক রেখেছে তাদের সঙ্গেও দেখা করবেন বলেন ECOWAS’এর সুত্রবার্তা সংস্থা এফপিকে জানিয়েছে।

এর ঠিক একদিন আগেই হাজার হাজার লোক সামরিক হুন্তার সমর্থনে মালির রাজধানীতে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারিদের কেউ কেউ ব্যানার বহন করছিল যাতে এই হুন্তার স্ব-আরোপিত নাম, মানুষের মুক্তির জন্য জাতীয় কমিটি লেখা ছিল। তারা ঐ অভুত্থানের নিন্দে জানানোর জন্য এবং মালির সীমান্ত বন্ধ করে দেয়ার জন্য ECOWAS’এর সমালোচনা করে। এ দিকে সামরিক হুন্তা গতকাল জানায় যে তারা আকাশ ও স্থল সীমান্ত খুলে দিয়েছে।

XS
SM
MD
LG