অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা ইরানের পরমাণু স্থাপনার ছবি নিতে পারবেন না 


ইরানের সংসদের স্পিকার রবিবার জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা ইরানের পরণানু স্থাপনার ছবি সংগ্রহ করতে পারবেন না, যার কারণে উত্তেজনা বৃদ্ধি পাবে এবং ভিয়েনায় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরের প্রয়াস ব্যাহত হতে পারেI স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফের মন্তব্য, ইরানের জাতীয় টেলিভিশনে প্রচার করা হয়I ইরান ইতিমধ্যেই চুক্তি ভঙ্গ করে ২০১৫ সালের চুক্তিতে অনুমোদিত ইউরেনিয়ামের মজুদ ও সমৃদ্ধকরণ বহুলাংশে বৃদ্ধি করেছেI

আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায়, তাদের মহাপরিচালক রবিবার শেষের দিকে সাংবাদিকদের কাছে এর ব্যাখ্যা দেবেনI জাতিসংঘ তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করে নিI

XS
SM
MD
LG