বাংলাদেশে, ইদানিং সাবংদিক-কূটনীতিক খুন , নিখোঁজ, দূর্নীতি ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষনমূলক মন্তব্যের অবতারনা করেছেন সাবেক মন্ত্রী , গবেষক , সংবাদ-ভাস্যকার ডক্টর মিজানুর রহমান শেলী ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে টেলিফোন আলাপ চারিতায় । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।