অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সচেষ্ট হোলে ন্যায় বিচার লাভ করা যায়


অধ্যাপক আমেনা মোহসিন বলেন – যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের কথা বলে, বিকাশমুখি বিশ্বের অনেক দেশই সে গণতন্ত্রের অনেক কিছু নেবার চেষ্টা করে – এবং এটা অস্বীকার করা যায়না যে যুক্তরাষ্ট্রে একটা সিস্টেম বলবত আছে,অধিকার লংঘিত হবার পর সে অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সচেষ্ট হোলে ন্যায় বিচার লাভ করা যায়। চৌঠা জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে ডক্টর আমেনা মোহসিন বলেন – বুশ শাসনামলে যে বিভাজন সৃষ্টি হোয়েছিলো, ওবামা প্রশাসন পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে পররাষ্ট্র নীতিতে একটা অস্তিবাচক পরিবর্তন সূচীত করেছেন এবং প্রেসিডেণ্ট ওবামা বারবারই সে কথা উল্লেখ কোরেছেন। মূসলিম বিশ্বের সঙ্গে নতুন একটা পার্টনারশীপের সম্পর্ক গোড়তে ব্রতি হয়েছেন তিনি।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG