অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রফেসার মুনতাসির মামুনের সাক্ষাত্কার


মার্চ বাংলাদেশের স্বাধীনতার মাস । ২৬ মার্চের এ স্বাধীনতা দিবসে ইতিহাসের শিক্ষক-গবেষক-ভাস্যকার মুনতাসির মামুন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তি সময়ের প্রাপ্তি নিয়ে কথা বলেন , স্বাধীনতা পরবর্তী কালের অর্জম বিষয়ে সন্তোষ ব্যক্ত করে বলেন বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রেই এগুচ্ছে , সামনের দিনগুলোতে এগুবে আরো । বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি গত ৪০ বছরের সাফল্য নিয়ে কথা বলেছেন ভয়েস অফ এ্যামেরিকার সাক্ষাত্কার অনুষ্ঠানে । তাঁর এ সাক্ষাত্কার নেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG