অ্যাকসেসিবিলিটি লিংক

সাম্প্রতিক বাংলা সাহিত্যে আরও বড় মাপের লেখার প্রয়োজন: আনিসুল হক


সাম্প্রতিক বাংলা সাহিত্যে আরও বড় মাপের লেখার প্রয়োজন: আনিসুল হক
সাম্প্রতিক বাংলা সাহিত্যে আরও বড় মাপের লেখার প্রয়োজন: আনিসুল হক

যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশের লেখকদের সমন্বয়ে যে আন্তর্জাতিক লেখকদের কর্মসূচি প্রায় গত তেতাল্লিশ বছর ধরে হয়ে আসছে , তাতে এ বছর যোগ দিয়েছিলেন বাংলাদেশের বিশিষ্ট কথাশিল্পি ও নাট্যকার আনিসুল হক। সম্প্রতি সম্পন্ন সৃজনশীল লেখকদের এই কর্মসূচি সম্পর্কে আনিসুল হক ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে বলেন যে ঐ কর্মসুচিতে ৩২ টি দেশের যে ৩৮ জন সাহিত্যিক যোগ দিয়েছেন , তাঁদের সঙ্গে মতবিনিময় করে এবং এখানে এসে তিনি যে নতুন পরিবেশ এর সঙ্গে পরিচিত হয়েছেন , সেটি যে কোন সাহিত্যিকের মতোই তাঁর অভিজ্ঞতার ভান্ডারকেও সমৃদ্ধ করেছে।

সাম্প্রতিক বাংলা সাহিত্যে আরও বড় মাপের লেখার প্রয়োজন: আনিসুল হক
সাম্প্রতিক বাংলা সাহিত্যে আরও বড় মাপের লেখার প্রয়োজন: আনিসুল হক

আনিসুল হক বলছেন যে রবীন্দ্রনাথের পর, পশ্চিমে বাংলা সাহিত্যের তেমন পরিচিতি ঘটানো সম্ভব হয়নি । তাছাড়া তিনি এ ও মনে করেন যে উভয় বাংলার , বিশেষত বাংলাদেশের লেখক-সাহিত্যিকদের মধ্যে একটি আত্মতুষ্টির ভাব দেখা যায় যদিও বিশ্বব্যাপী সাহিত্য এগিয়েছে অনেকখানি। বাংলাদেশের সাহিত্যকে খাটো না করেও , তিনি বলেন এ কথা বলাই যায় যে বড় মাপের সাহিত্য রচনার দরকার আছে বাংলায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে তিনি নিজে চেষ্টা করবেন ঐ ধরণের বড় মাপের লেখা লিখতে। আইওয়া বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচির সময়ে তাঁর কিছু লেখা ইংরেজিতে অনুবাদ করা হয় । তিনি সেই অনুবাদ প্রক্রিয়া এবং অনুবাদের মান সম্পর্কে ও মন্তব্য করেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG