তদন্ত কারীরা এটি বের করার চেষ্টা করছেন যে ভারত সাগরের ফরাসি দ্বীপে পাওয়া বিমানের ধ্বংসাবেশষ মালায়েশিয়ান এয়ারলাইনস MH370’র অংশ কী না। বিমানটি ২০১৪ সালের মার্চ মাসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়।
আনুমানিক দুই মিটার দীর্ঘ এই ভগ্নাংশটি সম্ভবত বিমানের ডানার একটি অংশ যা কীনা গতকাল মাদাগাস্কারের কাছে Reunion Island ‘এর সমুদ্র সৈকতে পাওয়া যায়। ঐ বোয়িং 777 ‘র খোঁজ শেষবার যেখান থেকে পাওয়া যায় এই দ্বীপটি সেখান থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের ও বেশি।
ফরাসি বিমান কর্মকর্তারা ঐ ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছেন তবে বলছেন যে ঐ অংশটি নিখোঁজ বিমানটির কীনা সেটা বলার সময় আসেনি। তবে যদি তা হয় , তা হলে আধুনিক বিমান চলাচলের সব চেয়ে বড় রহস্য উদ্ঘাটনের পথে এটি হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।