অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণের উদ্দ্যোগ ব্যর্থ হলো 


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও, সন্ত্রাসবাদে ইরানকে শীর্ষ উস্কানীদাতা দেশ
চিহ্নিত করে বলেন যে,ইরানকে অবশ্যই অন্যান্য দেশ থেকে অস্ত্র ক্রয় বা বিক্রয় করতে দেয়া উচিত নয়I ভিয়েনায় সংবাদ মাধমের কাছে তিনি জানান, আমরা আমাদের সর্বাত্মক কূটনৈতিক প্রয়াস দিয়ে ইরানের অশুভ তৎপরতা বন্ধ করবোI

তবে সর্বশেষ খবরে জানা যায়, যে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাস হতে প্রয়োজনীয় ৯টি ভোট পেতে ব্যর্থ হওয়ায়, যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণের উদ্যোগ ব্যর্থ হয়েছেI প্রস্তাবের পক্ষে মাত্র দুটি দেশ, যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক ভোট দেয়I চীন ও রাশিয়ার তরফে ভেটো প্রয়োগ করা হয় এবং ৭টি দেশ ভোটদানে বিরত থাকেI

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেন, যে পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার, লক্ষ্য উন্নয়নে ব্যর্থ হয়েছেI

XS
SM
MD
LG