ক্যাপিটল হিলে দ্বিধাদ্বন্দ্বে থাকা আইনপ্রণেতাদেরকে, ইরানের সঙ্গে হওয়া পারমানবিক চুক্তির বিষয়ে সমর্থন আদায়ের প্রয়াস চলছে, ওবামা প্রশাসনের তরফ থেকে।
পররাস্ট্রমন্ত্রী জন কেরী জ্বালানীমন্ত্রী আর্নেস্ট মনিজ এবং অর্থমন্ত্রী জ্যাক লিউ, আজ সেনেট ফরেন রিলেশনস কমিটিতে উপস্থিত থাকছেন। পারমানবিক চুক্তির জন্যে যারা কাজ করেছন, প্রশাসেনর সেই শীর্ষ কর্মকর্তারা বুধবার আইনপ্রনেতাদের সঙ্গে ব্যাক্তিগত বৈঠকও করেছন।
জন কেরী এক বৈঠকের আগে বলেন তিনি বিশ্বাস করেন এই পারমানবিক চুক্তি বিশ্বকে আরো নিরাপদ করবে।