অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পরমাণু চুক্তি আলোচনা স্থগিত, শলাপরামর্শের জন্য প্রতিনিধিরা দেশে ফিরে গেছেন 


ইরান ও বিশ্বের ৬টি বৃহৎ শক্তির আলোচকেরা, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান চুক্তির পুনরুদ্ধারের প্রয়াসে অনুষ্ঠিত আলোচনা স্থগিত রেখেছেনI ইরানের প্রধান আলোচক বলেন, বাদবাকি মতানৈক্যের সমাধান সহজেই না পাওয়ায়, প্রতিনিধিরা তাদের রাজধানীতে শলা-পরামর্শের জন্য ফিরে যাচ্ছেনI

ইরানের প্রধান আলোচক, আব্বাস আরাকচি, ভিয়েনা থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, "আমরা একটা চুক্তিতে পৌঁছাতে এখন খুবই কাছাকাছি, তবে আমাদের দুটি পক্ষের এখনো দূরত্ব রয়েছে ,যা ঘোচানো কোনো সহজ ব্যাপার নয়, তাই আমরা তেহরান ফিরে যাচ্ছি শলা-পরামর্শের জন্যI

আনুষ্ঠানিক আলোচনা কবে বা কখন শুরু হবে তা এখনো স্পষ্ট নয়I ওদিকে কট্টরপন্থী প্রার্থী, ইব্রাহিম রাইসি শুক্রবার, ইরানের প্রেসিডেনশিয়াল নির্বাচনে জয়লাভ করেছেনI তিনি বাস্তববাদী প্রেসিডেন্ট, হাসান রৌহানির স্থলাভিষিক্ত হবেনI তবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খোমেনী, যার রয়েছে নীতি নির্ধারণে সর্বোচ্চ কর্তৃত্ব, ইরান পরমাণু চুক্তি পুনরুদ্ধার বা যুক্তরাষ্ট্রের তেল বা অন্যান্য নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসা সম্পর্কিত নীতিতে তার কোন পরিবর্তন আসবে না বলে বিশেষজ্ঞদের ধারণাI

XS
SM
MD
LG