অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পরমাণু চুক্তি সম্পর্কিত সমস্যার সমাধান সম্ভব 


২০১৫ সালে ইরান পরমাণু চুক্তি স্বাক্ষরিত হলে, চুক্তি সম্পাদনকারী দেশগুলি তাকে বিশ্ব কূটনীতিতে এক বিজয় বলে প্রশংসা করেছিলেন, তবে সেই উল্লাস ছিল সংক্ষিপ্ত ও ক্ষণস্থায়ীI তার ৩ বছর পরে, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প, চুক্তিটি ইরানের স্বার্থ বেশি রক্ষা করেছে অভিযোগ তুলে, যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা আরোপ করেনI

ইরান তার জবাব দেয় তাদের পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু করে, যে প্রক্রিয়াকরণ, পরমাণু অস্ত্র নির্মাণে সক্ষমI

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর, ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্ররা আশা ব্যক্ত করেছেন যে, এই সঙ্কটের সমাধান সম্ভব এবং দুটি পক্ষ আলোচনারটেবিলে ফিরেও আসতে পারেনI প্রেসিডেন্ট বাইডেন. নির্বাচনী প্রচারণার সময় এবং দায়িত্ব গ্রহণের পর, ইঙ্গিত দিয়েছেন, যে, যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তিতে যোগ দিতে পারে, তবে তার আগে, ইরানকে সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে এবং চুক্তির শর্তাবলী মানতে হবেI

XS
SM
MD
LG