অ্যাকসেসিবিলিটি লিংক

পরমানু বিষয়ক চুক্তি বিষয়ে শেষ সময়সীমা উত্তীর্ণ


তেহরানের পরমানু কার্যক্রম সংক্রান্ত আলোচনার জন্য ইরান এবং বিশ্বের প্রধান শক্তিধর দেশের পররাষ্ট্র মন্ত্রীরা শনিবার ভিয়েনায় পূর্ণরায় মিলিত হবেন। পরমানু বিষয়ক সার্বিক একটি চুক্তিতে পৌঁছানো বিষয়ে যে শেষ সময়সীমা নির্ধারিত ছিল তারও মেয়াদ উত্তীর্ণ হল।

শুক্রবার, ভিয়েনা ত্যাগ করার আগে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, যদিও এই কাজ অসহ্য রকমের ধীর গতিতে হচ্ছে তথাপী আমরা অগ্রগতি অর্জন করেছি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ঐ আলোচনা সম্পর্কে যে মুল্যায়ণ করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী তারই প্রতিদ্ধণি করেছেন, তিনি বললেন, এখনো আরও কিছু বিষয় রয়েছে যার সমাধান করতে হবে।

ওদিকে জন কেরী, শুক্রবার দিনের প্রথম ভাগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মোহাম্মাদ জাভাদ জারিফ এবং ইউরোপী ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তাদের সংগে বৈঠক করেছেন।

XS
SM
MD
LG