অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে



ইরানব্যাপী বেশীর ভাগ ভোটদান কেন্দ্রবন্ধ হয়ে গিয়েছে। ইরানী কর্তৃপক্ষ বলছে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার নির্বাচনে অংশ নেয় আর সে কারনে ভোটদানের সময়সীমা কয়েক ঘন্টা বাড়ানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ভোট গণনার কাজ শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে যে, বেশ কয়েক ঘন্টা পর ফলাফল ঘোষণা করা হবে।

আহমেদীনিজাদের উত্তরসূরী বেছে নেওয়ার জন্য শুক্রবার লক্ষ লক্ষ ইরানী ভোট দেন। পশ্চিমা সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ভোট কেন্দ্র বন্ধ হাওয়ার নির্ধারিত সময় পার হবার পরের বেশ কিছু ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, ইতিমধ্যে যারা লাইনে দাঁড়িয়ে যান তাদের ভোট দিতে দেওয়া হয়। ইরানের নির্বাচন কর্মকর্তা ফরাসী সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিতে আসেন।
ইরানে বৈধ ভোটারের সংখ্যা পাঁচ কোটি ৫০ লক্ষ।

যে ছয়জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন তাদেরকে ক্ষমতাসীন ধর্মীয় নেতাদের একটি প্যালেন আনুষ্টানিক ভাবে অনুমোদন দিয়েছে।
প্রার্থীদের বেশির ভাগই রক্ষণশীল এবং ইরানের বর্তমান রক্ষণশীল শাসন ব্যবস্থার সমর্থক এবং দেশের সর্বোচ্চ নেতার অনুগত।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহা আলি খামেনি শুক্রবার তেহরানে ভোট দেন। তিনি নির্বাচন সম্পর্কে যুক্তরাষ্ট্রে সমালোচনা নাকোচ করে দিয়ে বলেন “আমেরিকা কি গ্রহণ করবে তার জন্য ইরান যদি অপেক্ষা করে তাহ’লে ইরান ক্ষতিগ্রস্থ হবে।”
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খোমেনি ইরানীদের বিপুল সংখ্যায় ভোটে অংশ গ্রহণের আহ্বান জানান।
XS
SM
MD
LG