অ্যাকসেসিবিলিটি লিংক

রুহানী ও মিত্ররা ইরানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে


FILE - Chairman of the Iran's Assembly of Experts Ayatollah Mohammad Yazdi speaks during their biannual meeting in Tehran, Iran, Sept. 1, 2015. Yazdi, a leading conservative on the panel, was not re-elected last week.
FILE - Chairman of the Iran's Assembly of Experts Ayatollah Mohammad Yazdi speaks during their biannual meeting in Tehran, Iran, Sept. 1, 2015. Yazdi, a leading conservative on the panel, was not re-elected last week.

ইরানের গুরুত্বপূর্ণ ৮৮ সদস্যের উপদেষ্টা পরিষদের নির্বাচনে, প্রেসিডেন্ট হাসান রুহানী এবং তার মিত্ররা তেহরানের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসনে জয়লাভ করেছেন।

উপদেষ্টা পরিষদের বর্তমানের প্রধান আয়াতোল্লাা মোহাম্মদ ইয়াজদি সহ, কট্টোরপন্থী রক্ষণশীলদের জন্য, সোমবারের এই ঘোষণা ছিল একটা বড় আঘাত। ইয়াজদি পুনরনির্বাচিত হননি।

এই উপদেষ্টা পরিষদ ভবিষ্যতে শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির উত্তরসূরী নির্বাচন করবে। উপদেষ্টা পরিষদের সদস্যরা ৮ বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন।

উপদেষ্টা পরিষদ ছাড়াও ভোটাররা ইরানের ২৯০ আসনের সংসদের জন্য ভোট দেন। চুড়ান্ত ফলাফল জানা যাবে আজ সোমবার বা মঙ্গলবার। কিন্তু বেসরকারি ফলাফলে মনে হচ্ছে সংস্কারবাদীরা ও মধ্যপন্থীরা তেহরানের ৩০টি সংসদীয় আসনে জয়লাভ করছে এবং রক্ষণশীলরা বড় বড় শহরের বাইরে জয়লাভ করছে।

XS
SM
MD
LG