অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বর্তমানে বাংলাদেশ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঢাকায় তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন শেখ হাসিনা সাক্ষাতকালে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন মুসলমানরা নিজেদের মধ্যে রক্ত ঝরাচ্ছে আর এ থেকে সুবিধা ভোগ করছে অন্যরা। মুসলিমদের মধ্যে সমস্যা ও সংঘাত নিজেরাই দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন তিনি। এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের পর দেশটির বর্তমান পরিস্থিতির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাঁদের আলোচনায় রোহিঙ্গা ইস্যুও স্থান পায়।

এদিকে, ঢাকায় বৃহস্পতিবার শুরু হয়েছে মন্ত্রী পর্যায়ের দুই দিন ব্যাপী ২২ জাতি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা আইওআরএ এর ব্লু-ইকোনমি সম্মেলন । এতে অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া, ইরান এবং শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ শতাধিক প্রতিনিধি । বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার সকালে সম্মিলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00


XS
SM
MD
LG