অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার অত্যাধুনিক স্যাটেলাইটের প্রতি ইরানের আগ্রহ কোনো উদ্বেগের কারণ নয়


যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় সামরিক কমান্ডের কমান্ডার, জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি, ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার অত্যাধুনিক স্যাটেলাইট কেনার প্রতি ইরানের আগ্রহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি কোন উদ্বেগের বিষয় নয়I তিনি মন্তব্য করেন যে, রাশিয়ার কানুপাস-ভি স্যাটেলাইট লক্ষ্যস্থল আঘাতে কার্যকর নয়I

এ মাসের গোড়াতে সামরিক কর্মকর্তারা দি ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে জানান, ইরানের সামরিক কর্মকর্তারা এই স্যাটেলাইট কেনার ব্যাপারে গভীরভাবে জড়িত এবং ২০১৮ সাল থেকে তারা বহুবার রাশিয়া সফর করেছেনI

তিনি জানান, ইরান সমর্থিত মিলিশিয়ারা ইরাকে যুক্তরাষ্ট্র ও নেটো জোটের সেনাদের প্রতি ছোট অস্ত্র সজ্জিত ড্রোন দিয়ে হামলা অব্যাহত রেখেছেI গত সপ্তাহেই তারা, এ ধরণের তিনটি হামলা চালায়I তিনি বলেন, তাদের এই রণকৌশল অত্যন্ত ভয়ংকর প্রকৃতিরI

যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা ফরেনসিক বিশ্লেষণের সাহায্যে এসব ড্রোন কোন সূত্র বা দেশ থেকে ছোড়া হয়েছে, তা নিরুপনের প্রয়াস চালাচ্ছেনI

XS
SM
MD
LG