যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যে সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলতি সপ্তায় ভিয়েনায় যে বৈঠক হবে তাতে ইরানকে আমন্ত্রণ জানানো হতে পারে।
বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো , পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি যাকে বলছেন সিরিয়ায় কঠিন রাজনৈতিক পরিস্থিতি তার সমাধানের দিকে আলোকপাত করবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধদলের নের্তৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি।
ইরান এই বৈঠকে উপস্থিত হলে তা যুক্তরাষ্ট্র ও পশ্চিমি শক্তিগুলোর নীতিতে পরিবর্তনের ইঙ্গিত বহন করবে যারা জুলাই মাসে স্বাক্ষরিত পারমানবিক চুক্তির মধ্যেই ইরানের সম্পৃক্ততা সীমিত রাখতে চাইতেন।
তবে কারবি সিরিয়া সংকটে ইরানকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শরীক দেশ হিসেবে বর্ণনা করা থেকে বিরত ছিলেন। তিনি বলেন ইরান যে সিরিয়ায় অস্থিতিশীলতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা অবশ্যই সেটা সমর্থন করি না।
তবে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র এটা উপলব্ধি করে যে সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন সম্পর্কিত এই আলোচনার এক পর্যায়ে আমাদেরকে ইরানের সঙ্গে কথা বলতেই হবে।
কারবি এ কথা জানাতে অস্বীকৃতি জানান যে ইরানকে কারা আমন্ত্রণ জানিয়েছে এবং ইরান এতে যোগ দিচ্ছে কী না।