ইরানের পরমানু কর্মসূচী নিয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির যে রফা চূড়ান্ত হলো তাতে ইরানের পরমানু কর্মসূচী সীমিত করার বিনিময়ে প্রকল্প এলাকা গুলো পরিদর্শন নিয়ে কিছু ছাড় দেয়া হয়েছে, অর্থণৈতিক বিধি নিষেধ প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া-মন্তব্য দিয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স এন্ড গভারমেন্ট ডিপার্টমেন্টের চেয়ার প্রফেসর আলী রিয়াজ। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সাথে কথা বলেছেন সরকার কবির উদ্দিন।