অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েনায় ইরান পরমাণু চুক্তি আলোচনায় অগ্রগতির আভাষ 


ইরান ও বিশ্বের নেতারা, এপ্রিলের গোড়া থেকে ভিয়েনায় ইরান পরমাণু আলোচনায় মিলিত হয়েছেন এবং কিছুটা সাফল্যের কথা উল্লেখ করেনI ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, সাঈদ খাতিবজাদেহ সংবাদ সম্মেলনে বলেন, "আমরা সঠিক পথেই এগোচ্ছি, তবে চূড়ান্ত কোনো পর্যায়ে পৌঁছিনি"I

জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা (IAEA )তে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত, মিখাইল য়ুলিয়ানোভ টুইটার মারফত জানান, "কার্যকরী একটা ফলাফল অর্জনে সময় লাগবে, লক্ষ্যে পৌঁছাতে কতিপয় বিষয়ে আলোচনাকারীরা সম্মত হয়েছেন"I

বাইডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, চুক্তির স্বার্থে, সঙ্গতিপূর্ণ নয়, এমন নিষেধাজ্ঞা তুলে নিতে তারা প্রস্তুত রয়েছেI

XS
SM
MD
LG