অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পারমানবিক অস্ত্রের লক্ষে কাজ করে থাকতে পারে,এ সন্দেহ,দূর করাটা অতীব গুরুত্বপূর্-ম্যাকম্যানাস


যুক্তরাষ্টের এক দূত বুধবার ইরানকে উদ্দেশ করে বলেছেন- দেশটির অর্থনীতির শ্বাস রোধ করছে যেসব বিধিনিষেধ,তা থেকে ইরান উল্লেখযোগ্য মাত্রায় ছাড় পেতে পারে,সে যে পারমানবিক অস্ত্র নিয়ে কাজ করছে সে সন্দেহটা দূর করতে পারলেই কেবল। তবে,তেহরান বলছে-এই যে দাবী, তারা করছে ব’লে, এর কোনোই ভিত্তি নেই।
জৌসেফ ম্যাকম্যানাস আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার ৩৫ জাতি বোর্ডের বৈঠকে বলেছেন-ইরান হয়তো পারমানবিক অস্ত্র তোয়েরের লক্ষে কাজ করে থাকতে পারে,এই যে সন্দেহ, এটা দূর করাটা অতীব গুরুত্বপূর্ণ- তেহরানকে চূড়ান্তভাবে বিধিনিষেধ থেকে অব্যাহতি দেবার চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছুনোর জন্যে ।
তেহরান, ঐ ধরনের অস্ত্রশস্ত্র তোয়েরের লক্ষে কাজ করেছে বা করতে চেয়েছে , এরকম দাবির কথা অস্বীকার করছে – আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা IAEA-র বৈঠকে ইরানের প্রতিনিধি রেযা নাজাফি বুধবার বলেছেন- এধরনের অভিযোগের যাথার্থ তাঁর দেশ স্বীকার করে না।
XS
SM
MD
LG