অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমাণবিক কর্মসূচী আলোচনা এখনও চলছে


ইরান এবং ছয় বিশ্ব শক্তি গ্রুপ বিধিনিষেধের বেড়াজাল প্রশমনের বিনিময়ে ইরানের পারমানবিক কর্মসূচীকে একটা রাশটানা গন্ডীতে ধরে রাখার প্রয়াসে বাদবাকি যেসব ব্যবধান রয়ে গিয়েছে সেসব দূর করতে বুধবার উদ্যোগ প্রয়াস চালিয়ে গিয়েছে লাগাতার।

এর আগে, আলোচনার দুই পক্ষ তাদেরই নিজেদের বেঁধে দেওয়া চুড়ান্ত সময়সীমা রক্ষা করতে পারেনি- না পেরে, বুধবার আবার তাঁরা আলোচনায় বসেছেন সূইটযারল্যান্ডের লুযানে- কথাবার্তা হয়েছে, আলোচনা চলেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভাদ যারিফের সঙ্গে যুক্তরাষ্ট্র-বৃটেন ও জার্মানীর পররাষ্ট্রমন্ত্রীদের।

ফ্রান্স – রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের অনুপস্থিতিতে দেশ তিনটির পদস্থ প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নিয়েছেন।

ইরানের পরমাণু বিষয়ক মুখ্য আলোচক আব্বাস আরাকচি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে বলেছেন- তাঁর প্রতিনিধিদল, কোনো একটা রফায় মত দেবার আগে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলোর তরফে আরোপিত সকল বিধিনিষেধ প্রত্যাহারের একটা রূপরেখা প্রণয়নের জন্যে জোর দিচ্ছেন। মতপার্থক্য রয়ে গিয়েছে আর আর যেসব ইস্যুতে, তার ভেতর রয়েছে গবেষনা ও উন্নয়ন বিষয়ক শর্তাদি।

XS
SM
MD
LG