অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ পারমানবিক সংস্থার প্রধান তেহরানে ইরানের প্রেসিডেন্ট রৌহানীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন


জাতিসংঘ পারমানবিক সংস্থার প্রধান আগামিকাল বৃহস্পতিবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন।আর ওদিকে ইরান ও ছয় বিশ্ব শক্তির দেশগুলোর প্রতিনিধিরা ইরানের পারমানবিক কর্মসূচী যে শান্তিপুর্ন তারই নিশ্চয়তা বিধানে সর্বাত্মক একটা ঐকমত্যে উপনীত হবার লক্ষ নিয়ে নিস্পত্তি আলোচনা বহাল রেখেছেন।

জাতিসংঘ কর্মকর্তা ইউকিয়া আমানোর ইরান সফরে যাওয়ার খবর প্রচারিত হয় বুধবার কূটনৈতিক মহল থেকে – সংবাদ মাধ্যমে।তাঁর আলোচনায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে।এই পরিদর্শকেরা ইরানে পারমানবিক তত্পরতা নজরদারী করে থাকেন এবং নতুন রফা যাই হবে তার আওতায় এঁরাই সব কিছু ঠিকঠাক মান্য করা হচ্ছে কিনা তা নিশ্চিত করবেন।

দু’পক্ষের মধ্যে ঠিক হয়েছিলো যে মঙ্গলবারই হবে আলোচনার জন্যে চূড়ান্ত সময় সীমা। তবে এখন দু’পক্ষের মধ্যে কথা হয়েছে আলোচনা চলবে সাত জুলাই অব্দি।

XS
SM
MD
LG