অ্যাকসেসিবিলিটি লিংক

পারমানবিক বিষয়ে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা আবার শুরু


আই-এ-ই-এ তে ইরানের রাষ্ট্রদূত
আই-এ-ই-এ তে ইরানের রাষ্ট্রদূত
ইরান তার পারমানবিক কর্মসূচী নিয়ে আন্তর্জাতিক আনবিক সংস্থা সঙ্গে আলোচনা আবারও শুরু করেছে।

জাতিসংঘের আনবিক সংস্থা চায় যে ইরান এই সন্দেহের অবসান ঘটাক যে তারা পারমানবিক বোমা তৈরির পদ্ধতি নিয়ে গবেষণা করছে। ইরান অবশ্য এই অভিযোগ বরাবর অস্বীকার করে এসছে।

তেহরানে শনিবারের ঐ আলোচনার আগে জানুয়ারী মাসে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সামান্য শিথিল করা হয়। এর বদলে ইরান , তার কিছু কিছু পারমানবিক কর্মসূচি থামিয়ে দিয়েছে।

নভেম্বরে স্বাক্ষরিত পারমানবিক চুক্তিতে ইরানকে তার ইউরেনিয়াম পরিশোধন সীমিত করার আহ্বান জানানো হয় । পশ্চিমি দেশগুলো বলছে ঐ পরিশোধনের লক্ষ্য হচ্ছে পারমানবিক অস্ত্র তৈরি। এর বদলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তেহরান সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি হয়।

জাতিসংঘ চায় ইরান তার পারমানবিক কর্মসূচির স্বচ্ছতার নিশ্চয়তা দিক।
XS
SM
MD
LG