অ্যাকসেসিবিলিটি লিংক

২৮ বছর বয়সী হেকমতিকে আটক করা হয় ইরানে আগস্ট বা সেপ্টেম্বরে ।


২৮ বছর বয়সী হেকমতিকে আটক করা হয় ইরানে আগস্ট বা সেপ্টেম্বরে ।
২৮ বছর বয়সী হেকমতিকে আটক করা হয় ইরানে আগস্ট বা সেপ্টেম্বরে ।

ইরানের একটি আদালতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সি আই এ’র জন্যে কাজ করার অভিযোগে এক এ্যামেরিকান নাগরীককে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে । ইরানের আধা সরকারী বার্তা সংস্থা ফার্স বলছে আমির মির্যায়ি হেকমাতির বিরূদ্ধে মৃত্যুদন্ডের এই বিচারিক রায় দেওয়া হয়েছে সি আই এর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা এবং যুদ্ধংদেহি একটি দেশেকে তাঁর পক্ষ হতে সহযোগিতা প্রদানের দায়ে ।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের তরফ থেকে এর আগেই তাঁর মুক্তির জন্যে দাবী জানানো হয়েছিলো – বলা হয়েছিলো গুপ্তচর বৃত্তির অভিযোগ ভূয়ো এবং ধারাবাহিকভাবেই ইরান নির্দোষ বিদেশি লোকজনকে রাজনৈতিক কারনে দোষি ঠাওরিয়ে আটকিয়ে রাখে । ডিসেম্বরেও ইরানের রাষ্ট্রীয় টেলিভিসন এক ব্যক্তির একটা ভিডিও সম্প্রচার করেছিলো - হেকমাতি বলে যাঁর পরিচয় দেওয়া হয় – যাঁকে কিনা অনর্গল ফার্সি ও ইংরেজিতে জবানবন্দী দিতেও শোনা যায় ।

ঐ ভিডিওতে হেকমতি বলেছিলেন তিনি বিশেষভাবে প্রশিক্ষিত এবং ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে কাজ করেন তিনি । ইরানের গোয়েন্দা দফতরের ভেতরে ঢুকে খবরাখবর সংগ্রহের জন্যে তাঁকে এক মিশনে পাঠানোর আগে তিনি ঐসব ঘাঁটতে কাজ করছিলেন বলে বলা হয় ।

২৮ বছর বয়সী হেকমতিকে আটক করা হয় ইরানে আগস্ট বা সেপ্টেম্বরে যখন কিনা তিনি তাঁর নানী দাদীকে দেখতে ইরান গিয়েছিলেন ।

XS
SM
MD
LG