অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন হাসান রুহানী


ইরানের প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন হাসান রুহানী। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে নির্বাচনের ফলাফল হিসাবে রুহানীকে বিজয়ী ঘোষণা করা হয়। সহজেই তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এব্রাহিম রায়সিকে পরাজিত করেন।

রুহানী পান ৫৭ শতাংশ ভোট আর রায়সি পান ৩৮ শতাংশ। শুক্রবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। ৫ কোটি ৬০ লক্ষ্য নিবন্ধিত ভোটারের জন্যে সারা দেশে ৬০ হাজারেরও বেশি নির্বাচনী কেন্দ্রে ভোটাররা ভোট দেন।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক কর্মসূচী বিষয়ে চুক্তি করার ফলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টিতে রুহানীর সফলতা তাকে নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে সহায়তা করেছে বলে অনেকে বলেন। অপরদিকে রায়সি ঐ চুক্তির সমালোচনা করে আসছিলেন।

নির্বাচনের আগে রাজনৈতিক বিশ্লেষকেরা রুহানীর বিজয়ের সম্ভাবনার কথা বলেছিলেন। ১৯৮১ সালের পর থেকে ইরানের সকল প্রেসিডেন্টই পূননির্বাচনে জিতেছেন।

XS
SM
MD
LG