যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচী বিষয়ক চুক্তি সই হবার পর প্রথমবারের মত টেলিভিশনে আমেরিকার জনগণকে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, সাতটি দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে কয়েক মাসের আলাপ-আলোচনার পর যে চুক্তি হয়েছে, তার ভিত্তিতে ইরানের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক হয়তো আবার চালু হবে না। এবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে মিঃ কেরী বলেন, ইরানে তার কোনো সফরের পরিকল্পনা করা হচ্ছে না। তিনি আরো বলেন, আমাদের মধ্যে এ মুহূর্তে কোনো সম্পর্ক নেই। ইরান এবং ছয় জাতির মধ্যে জোর আলোচনার পর ইরানের পারমাণবিক কর্মসূচী বেসামরিক কাজে ব্যাবহারে সীমিত রাখার ব্যাপারে চুক্তি হয়।