অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাবে -করিম সাজ্জাদপুর


ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার চূড়ান্ত ফলাফল কি হবে সে নিয়ে নানান প্রশ্ন থাকলেও,এ ব্যাপারে সবাই অভিন্ন মতামত পোষণ করেন যে এই সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাবে যেখানে এরই মধ্যে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে সংঘাত চলছে। কার্নেগি ইন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস ‘এর বিশ্লেষক করিম সাজ্জাদপুর বলছেন যে এই চুক্তি থেকে বেরিয়ে আসার ফলাফল ভয়াবহ হতে পারে এমনকী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ ও বাধতে পারে।তিনি তার টুইট বার্তায় লিখেছেন যে যুক্তরাষ্ট্রের প্রধান যে সব নিরাপত্তা বিষয়ক উদ্বেগ রয়েছে যেমন সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং সেই সঙ্গে সাইবার, জ্বালানি নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং অবশ্যই পারমানবিক বিস্তার সে সব ক্ষেত্রে ইরানই এখন সমস্যা হয়ে রয়েছে। সরাসরি সংঘাতের একাধিক সুযোগ রয়েছে। গতকাল ট্রাম্পের ঘোষণার আগেই ইরান এবং ইসরাইলের মধ্যে উত্তেজনা ছিল বিপজ্জনক ভাবে উচ্চ পর্যায়ের । অনেক বিশ্লেষকই এখন ভাবছেন যে ইসরাইল ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধের পরিবর্তে সরাসরি লড়াই হতে পারে। এরই মধে্য সিরিয়ায় গত ছ বছরে ইরানি ঘাঁটিতে ইসরাইল ১০০ বার বিমান হামলা চালিয়েছে যাতে করে তেহরান সমর্থিত হেজবুল্লাহর কাছে অস্ত্র হস্তান্তর না হয়।

XS
SM
MD
LG