অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের তেলবাহী জাহাজের যাত্রা অনিশ্চিত


জিব্রাল্টারের উপকূলে ইরানের সুপার ট্যাংকার, GRACE 1 আদালত কর্তৃক মুক্তিলাভের রায় পাওয়া স্বত্তেও শুক্রবার নাগাদও, অচল অবস্থায় পড়ে থাকতে দেখা যায় I এটা এখনো পরিষ্কার নয় যে ইরান ও পশ্চিমা শক্তির বিরোধ-নিষ্পত্তির কেন্দ্র-বিন্দু, তেল ট্যাঙ্কার GRACE 1 আদৌ মুক্তি পাবে কিনা I অন্য এক খবরে জানা যায় যে, এসোসিয়েটেড প্রেসকে ভারতীয় ক্যাপ্টেনের আইনজীবী জানিয়েছেন যে ভারতীয় ক্যাপ্টেন জাহাজের পরিচালনা থেকে অব্যাহতি চেয়েছেন I

২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল অশোধিত তেল নিয়ে ইরানের ট্যাংকারটি নিষিদ্ধ ঘোষিত সিরিয়ার বন্দরের দিকে যাবার সময় ব্রিটিশ স্পেশাল পুলিশ ও জিব্রাল্টার পুলিশ ট্যাংকারটি আটক করে I

XS
SM
MD
LG