সুইজারল্যান্ডে পরমাণু বিষয়ে ইরান ও বিশ্বের ছ টি শক্তিধর রাষ্ট্রের মধ্যকার আলোচনা সময়সীমার মধ্যে শেষ না হওয়ায় বুধবার ও এই আলোচনা অব্যাহত থাকবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ , মঙ্গলবার সারাদিন ধরে আলোচনার পর ও আশাবাদ প্রকাশ করেন।
তিনি বলেন যে আমরা বেশ কিছু অগ্রগতি সাধন করেছি কিন্তু সবারই বিশ্রামের প্রয়োজন । কাজেই ভোরে আবার আলোচনা শুরু । তিনি আরও বলেন তাঁর আশা বুধবার নাগাদ তাঁরা সব কাজ সম্পন্ন করে চূড়ান্ত চুক্তির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু করবেন।
যুক্তরাষ্ট্রের একজন পদস্থ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থাকে বলেছেন যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পুর্ণ সমঝোতা হওয়া দরকার।
এর আগে কুটনীতিকরা জানান যে ইউরেনিয়াম পরিশোধন গবেষণার ওপর নিষেধাজ্ঞা , চুক্তি কতদিন কার্যকর থাকবে , ইরানের বিরুদ্ধে কত তাড়াতাড়ি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ইরান শর্ত লংঘন করলে কি ব্যবস্থা নেওয়া হবে , এ সব বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
এই আলোচনার অচলাবস্থা নিরসনে এক সপ্তা ধরে লসানে প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন