অ্যাকসেসিবিলিটি লিংক

রামাদির কেন্দ্রস্থলে আটকা পড়া আইএস'র শেষ দলটির বিরুদ্ধে লড়াই করছে ইরাকি বাহিনী


ইরাকি বাহিনী রামাদির কেন্দ্রস্থলে আটকা পড়া ইসলামিক স্টেট জঙ্গিদের শেষ দলটির বিরুদ্ধে লড়াই করছে। সাত মাস আগে ঐ উগ্রবাদী গোষ্ঠির হাতে পরাজিত হয়ে তারা শহরটির নিয়ন্ত্রণ হারায়।

ইরাকে এই বড় রকমের আক্রমণের তৃতীয় দিনে আজ আনবার প্রদেশর রাজধানী রামাদির সরকারী স্থাপনার আশপাশে তুমুল লড়াই হয়েছে।

ইরাকের সামরিক কর্মকর্তারা বলছেন, আই এস সন্ত্রাসীরা আত্মঘাতী বোমাবাজ, গোপনে পাতা ফাঁদ, গুপ্ত হত্যা এবং অসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। মনে করা হচ্ছে শহরের কেন্দ্রস্থলে শ'খানেকেরও বেশী উগ্রপন্থি নিজেদেরকে নিরাপদ রেখেছে।

রামাদির কেন্দ্রস্থলের কাছাকাছি এগিয়ে যাওয়ার এই অভিযানের সময়ে ইরাকের সামরিক বাহিনী বলছে যে, আশা করা হচ্ছে সরকারী সৈন্যরা আর কয়েকদিনের মধ্যেই শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করবে। মে মাসে আই এস জঙ্গিদের হাতে শহরটির পতন ঘটার পর এটিই ছিল রামাইদতে ইরাকি সৈন্যের সব চেয়ে বড় ধরণের আক্রমণ অভিযান।

XS
SM
MD
LG