অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী সেনাবাহিনী উত্তরাঞ্চলের অবরুদ্ধ শহর আমেরলিতে প্রবেশ করেছে


Iraqi volunteers from the Yazidi sect gather during a training camp at the Serimli military base, which is controlled by the Kurdish People's Protection Units (YPG), in Qamishli, northeastern Syria on the border with Kurdistan August 16, 2014. The YPG is
Iraqi volunteers from the Yazidi sect gather during a training camp at the Serimli military base, which is controlled by the Kurdish People's Protection Units (YPG), in Qamishli, northeastern Syria on the border with Kurdistan August 16, 2014. The YPG is

ইরাকী কর্মকর্তারা বলেছেন তাদের সেনারা রবিবার, জিহাদীরা উত্তরাঞ্চলের যে শহর অবরুদ্ধ করে রেখেছিলো সেই আমেরলি শহরে প্রবেশ করেছে। ওই শহরে হাজার হাজার মানুষ দুমাসেরও বেশি সময় আটকা পড়েছিলো। খাদ্য, জল ও চিকিৎসার সরঞ্জাম শেষ হয়ে আসছিলো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে বলা হযেছে যুক্তরাষ্ট্র শনিবার আমেরলি শহরের চতুর্দিকে ইসলামী স্টেট চরমপন্থীদের বিরুদ্ধে বিমান হামলা চালায় এবং যারা শহরে আটকা পড়েছিলো তাদের কাছে বিমানে করে মানবিক সাহায্য পৌছে দেয়।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কারবি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং ব্রিটেনের পাশাপাশি বিমান থেকে এ্রাণ সামগ্রী সরবরাহ করে।

XS
SM
MD
LG