ইরাক ও জোট বাহিনী, ইসলামী স্টেট জঙ্গিদের বিরুদ্ধে আবারো অভিযান জোরদারকরেছে এবং সম্প্রতি কয়েকজন শীর্ষ আইসিস নেতাদের লক্ষ্যবস্তূকোরে হত্যা করেI যুক্তরাষ্ট্র পরিচালিত আইসিস বিরোধী কোয়ালিশন, মঙ্গলবার, পশ্চিম বাগদাদে একটি গুরুত্বপূর্ণ বিমান হামলা চালিয়ে, আইসিস নেতা, আবু হাসান ঘাড়িবারিও অন্যান্য ৩জন যোদ্ধাকে হত্যা করেI
ইরাকের প্রধানমন্ত্রী, মুস্তাফা আল খাদিমি, টুইটার মারফত, আল ঘাড়িবারি'র মৃত্যুর সত্যতা স্বীকার করেনI প্রধানমন্ত্রী, এছাড়াও ,আইসিসদের বোমা নির্মাণে সহায়তাকারী, ঘানেম সাবাহ জাওয়াদ'র মৃত্যুর কথাও স্বীকার করেনI