অ্যাকসেসিবিলিটি লিংক

আই এস জঙ্গিদের শক্ত ঘাঁটিতে ইরাকের প্রচন্ড আক্রমণ


ইরাকি সৈন্যরা আজ স্বঘোষিত ইসলামিক স্টেটের শক্তঘাঁটি মোসেলে নতুন করে আক্রমণ অভিযান শুরু করেছে । তারা জোট বাহিনীর প্রচন্ড বিমান আক্রমণের সহায়তায় শহরের উত্তর পুর্বাঞ্চলে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে । এই আক্রমণ অভিযান কয়েক সপ্তা ধরে থমকে যায় যখন ইরাকি বাহিনী আই এস যোদ্ধাদের কাছ থেকে প্রচন্ড বাধার মুখে তাদের মুল লক্ষ্য আটটি গ্রামের নিয়ন্ত্রণের পরিবর্তে মাত্র তিনটির নিয়ন্ত্রণ গ্রহণ করতে সমর্থ হয়।

ঐ সব গ্রাম থেকে পালিয়ে আসা লোকজন জানায় যে আই এস লুকোনোর জন্য এবং রাতের বেলায় ইরাকি সৈন্যদের উপর আক্রমণ চালানোর লক্ষ্যে ঐ অঞ্চলে সুড়ঙ্গ নির্মাণ করেছে। তারা ইরাকি বাহিনীকে দূরে রাখার জন্য আত্মঘাতী বোমাবাজদের ও ব্যবহার করেছে।

বুধবারের এই অভিযান খুব ভোরে শুরু হয় এবং দুপুরের মধ্যই ইরাকি বাহিনী মাহানা গ্রামে পৌঁছে যায়।

যুদ্ধক্ষেত্রে কমান্ডারদের সুত্র উল্লেখ করে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে যে বিমান অভিযানে মাহানা গ্রামের তিনজন নারী আত্মঘাতী বোমা বাজ এবং ১৫ জন আই এস যোদ্ধাকে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয় ।

XS
SM
MD
LG