অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে বিষ্ফোরণে ২৬ জন নিহত



ভারত বলছে, বিরোধীত কাশ্মীরে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতের সেনারা পাকিস্তানী এক সেনাকে গুলিকরে হত্যা করেছে।
ভারত বলছে, বিরোধীত কাশ্মীরের কর্মকর্তারা জানিয়েছে মংগলবার ওই সেনা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করলে ভারতীয় সেনারা গুলি চালায়। সামরিক রেখা টেনে এলাকাটিকে ভাগ করা হয়েছে।

ভারত আশা করছে যে শুক্রবারের মধ্যে পাকিস্থানের কাছে সেনার মৃতদেহ হস্তান্তর করবে।
গতমাসে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনায় ৩জন পাকিস্তা্নী এবং দুইজন ভারতীয় সেনাসহ মোট ৫ জন নিহত হয়েছে।

দক্ষীণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ১৯৪৭ সালে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর নিয়ে দুইবার যুদ্ধে লিপ্ত হয়। ভারত ও পাকিস্তান উভয় দেশই সম্পূর্ণভাবে ঐ অঞ্চল দাবী করে।
XS
SM
MD
LG