অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী কর্মকর্তারা বলেছেন বাগদাদ হামলায় অন্তত ১৫১ জন নিহত হয়


সোমবার ইরাকী কর্মকর্তারা বলেছেন দেশের রাজধানীতে রবিবারের আত্মঘাতী ট্রাক বোমো বিস্ফোরণে অন্তত ১৫১ জন নিহত হয়।

ইসলামিক স্টেট গ্রুপ আক্রমণের দায় স্বীকার করেছে। তারা বলেছে বাগদাদের কারাদা এলাকায় ব্যাস্ত বিপনী এলাকায় যে বোমা বিস্ফোরিত হয়, সেটি শিয়াদের লক্ষ্য করে করা হয়েছে। এ বছর ওই শহরে এটি ছিল সবচাইতে মারাত্মক হামলা এবং এক দশকের বেশি সময়ে, সবচাইতে প্রচন্ড বিস্ফোরণগুলোর অন্যতম।

অন্তত ২০০ জন আহত হয়। কর্মকর্তারা বলেছেন হতাহতের সংখ্যা সম্ভবত বাড়বে। উদ্ধারকর্মীরা কোদাল ও হাত দিয়ে ছাই আর ধংসাবশেষ সরাচ্ছে।

ইরাকী প্রধানমন্ত্রী হাদার আল আবাদি বাগদাদে কড়া নিরাপত্তা আরোপের নির্দেশ দিয়েছেন। বাসিন্দাদের নিরাপদে রাখার ব্যাপারে সরকারের অক্ষমতার বিষয়ে, দেশের রাস্তা ঘাটে ইরাকীরা ক্ষোভ প্রকাশ করে।

XS
SM
MD
LG