অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাক প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবাদকারীদের মোকাবেলায় অন্যায়ের জন্য নিরাপত্তা বাহিনীর কর্মীদের জবাবদিহি করতে হবে


Iraqi Federal police are deployed in Sadr City, Baghdad, Iraq, Oct. 7, 2019.
Iraqi Federal police are deployed in Sadr City, Baghdad, Iraq, Oct. 7, 2019.

সোমবার ইরাকী কর্তৃপক্ষ এই প্রতিশ্রুতি দিয়েছে যে, নিরাপত্তা বাহিনীর যে কোন সদস্য, সরকার বিরোধী প্রতিবাদকারীদের মোকাবেলা করার সময় অন্যায় করলে তাকে জবাবদিহি করতে হবে।

উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সামরিক বাহিনী বাগদাদের উত্তর পুর্বাঞ্চলের সাদর সিটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে।

গত রাতে প্রতিবাদকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৩জন নিহত হয়।

প্রায় এক সপ্তাহ আগে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় এবং তখন থেকে ১০০বেশী মানুষ নিহত হয়েছে।

রবিবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন নিরাপত্তা বাহিনীর ১২০০ সদস্য সহ ৬১০৭জন আহত হয়। তিনি বলেন যারা সংঘর্ষে নিহত হয় তাদের মধ্যে ৮জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

রবিবার প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। কয়েক শত সরকার বিরোধী প্রতিবাদকারী ইরাকী রাজধানীর উপকন্ঠে সমবেত হয়। প্রত্যখ্যদর্শীরা বলে সেনারা প্রতিবাদকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিক্ষোভকারীরা যাতে অগ্রসর হতে না পারে, সে কারণে, সেনারা সাদর সিটির কাছে একটি রাস্তায় প্রতিবন্ধক স্থাপন করে।

XS
SM
MD
LG