অ্যাকসেসিবিলিটি লিংক

দু’হাজার চোদ্দর জানুয়ারী থেকে গেলো অক্টোবর পর্যন্ত, ইরাকে নিহত হয়েছে প্রায় ১৯ হাজার মানুষ


জাতিসংঘ বলছে- দু’ হাজার চোদ্দর জানুয়ারী থেকে নিয়ে গেলো বছর অক্টোবর পর্যন্ত সময়ে, ইরাকে নিহত হয়েছে প্রায় ১৯ হাজার মানুষ আর ঘরবাড়ি ছেড়ে বাস্তুহারা হয়েছে ৩০ লক্ষেরও বেশি লোক।

ইরাকের উত্তরাংশ এবং পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেইট গ্রুপের বিশাল বিশাল সব ভূখন্ড কব্জা করার সঙ্গে সঙ্গে সহিংসতারও মাত্রা বেড়েছে অনেক এবং তার প্রতি আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকৃষ্ট হয় দু’ হাজার চোদ্দ সালে- আর সে বছরেরই আগস্টে জঙ্গিদের লক্ষ করে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানেরও সূচনা হয়।

রিপোর্টে বলা হচ্ছে জঙ্গিরা সেখানে সাড়ে তিন হাজারের মতো যৌনদাস করে আটকিয়ে রেখেছে যাদেরকে তারা প্রধানত: সংখ্যালঘু ইয়াযেদি গোষ্ঠীর অন্তর্গত ।আন্তর্জাতিক মানবিক আইন কানুন বেশুমার লংঘিত হচ্ছে সেখানে ।সরকার সমর্থক বাহিনীও মানুষের অধিকারকে সেখানে পদদলিত করছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

XS
SM
MD
LG