ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলছেন, সপ্তাহ নয়, বরং কিছুদিনের মধ্যেই ইসলামিক স্টেটের বিদ্রোহীদের কাছ থেকে রামাদি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হবে। বিবিসি এ খবর দিয়েছে। বিবিসি-র সাথে দেয়া এক সাক্ষাৎকারে ইরাকের ঐ নেতা স্বীকার করেন, বিদ্রোহীরা সরকারী সেনাদের ওপর আচমকা চড়াও হয়ে তাদের পিছু হটতে বাধ্য করে। যার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার ইসলামিক স্টেটকে পরাজিত করার ব্যাপারে ইরাকের ইচ্ছার প্রতি প্রশ্ন তোলেন।