অ্যাকসেসিবিলিটি লিংক

এক নরওয়ের ও এক চীনা নাহগরিককে হত্যা করেছে ইসলামিক ষ্টেট জঙ্গীরা


ইসলামিক ষ্টেট তাদের ইংরেজী অনলাইন ম্যাগাজিন Dabiq এ এক বার্তায় ঘোষণা করে যে তাদের জিম্মায় থাকা এক নরওয়ের ও এক চীনা নাহগরিককে তারা হত্যা করেছে।

ওই বার্তার পর নরওয়ের প্রধানমন্ত্রী বলেছেন ইসলামিক ষ্টেট কর্তৃক নাইজেরিয়ার নাগরিকদের হত্যা করার বিষয়টি বর্বর ঘটনা। প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ বুধবার বলেন এই হত্যাকান্ড কোনো আদর্শিকতো নয়ই, কোনো ধর্মও তাকে সমর্থন করেনা।

ইসলামিক ষ্টেট ওই বার্তার সঙ্গে সঙ্গে ৫০ বছর বয়সী চীনা নাগরিক ফ্যান জিনঘুই এবং ৪৮ বছর বয়সী নরওয়ের নাগরিক ওলে জোহান গ্রিমসগার্ডের মৃতদেহের ছবিও প্রকাশ করে। ছবির ক্যাপশেনে বলা হয় কাফির জাতির প্রতিনিধিত্ব করায় তাদেরকে জবাই করা হয়েছে।

এপির খবরে অবশ্য বলা হয় ওই দুজনকে গুলী করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ইসলামিক ষ্টেট জঙ্গী গোষ্ঠি এছাড়াও আমেরিকান সাংবাদিক জেমস ফলি ও ষ্টিভেন সটোফসহ আরো বহু হত্যাকান্ডের ভিডিও ফুটেজ প্রোকাশ করেছে।

XS
SM
MD
LG