অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকতে পারে


কুর্দি যোদ্ধা এবং অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন যে সিরিয়া এবং ইরাকে ইসলামি স্টেটের জঙ্গি গোষ্ঠি কুর্দি বাহিনীর ওপর রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করেছে ।

আক্রমণের তদন্তকারী ব্রিটেন ভিত্তিক দুটি সংগঠন এক যৌথ বিবৃতিতে বলছে যে ইসলামিক স্টেটের জঙ্গিরা ২১ ও ২২ শে জুন ইরাকি কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করে।

বিবৃতিতে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হাসাকেহ প্রদেশে কুর্দি অবস্থানের উপর ২৮শে জুন একই ধরণের হামলা চালায়

তদন্তকারীরা বলছেন যে কুর্দিদের উপর নিক্ষিপ্ত ঐ সব ক্ষেপনাস্ত্র থেকে হলদে রঙ্গের গ্যাস নির্গত হয় যা চোখে , নাকে এবং গলায় এক ধরণের জ্বালা সৃষ্টি করে এবং সেই সঙ্গে মাথা এবং পেশিতে ব্যথা হয় , চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং দীর্ঘ সময় ধরে এই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে থাকাপর কারণে বমি ও হয়ে থাকে। সেখানে যারা এ ধরণের রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে তাদের দ্রুত চিকিৎসা করা হয় এবং কেউই মারা যায়নি।

তদন্তকারীরা অরও বলছেন যে কুর্দি যোদ্ধারা সম্প্রতি কথিত ইসলামিক স্টেট বাহিনীর কাছ থেকে শিল্প ক্ষেত্রে ব্যবহার যোগ্য গ্যাস মাস্ক ব্যবহার করেছে এবং তাতে এ রকম আভাষ পাওয়া যায় যে তারা রাসায়নিক যুদ্ধে জন্য প্রস্তুত ।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছেন যে তারা এই খবরটি জানেন এবং পরিস্থিতির উপর নজর রাখছেন।

XS
SM
MD
LG