অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান আফগানিস্তানের ট্রানজিট বাণিজ্যের জন্য নিজেদের আকাশপথ খুলে দিলো


কাবুল বিমানবন্দরে আফগানিস্তান-ভারত আকাশ করিডোর পথ খোলার পর, বিমানবন্দরে মালামাল তোলা হচ্ছে, ফাইল ছবি, ১৯শে জুন, ২০১৭/ছবি রহমত গুল/এপি
কাবুল বিমানবন্দরে আফগানিস্তান-ভারত আকাশ করিডোর পথ খোলার পর, বিমানবন্দরে মালামাল তোলা হচ্ছে, ফাইল ছবি, ১৯শে জুন, ২০১৭/ছবি রহমত গুল/এপি

পার্শ্ববর্তী আফগানিস্তানের তালিবান সরকারকে গভীর অর্থনৈতিক সঙ্কট মোচনে সহায়তা দিতে পাকিস্তান সরকার প্রথমবারের মত আফগানিস্তানে মাল পরিবহনের জন্য তাদের আকাশপথ খুলে দিয়েছে I

আফগানিস্তান বিষয়ে পাকিস্তানের বিশেষ প্রতিনিধি, মোহাম্মদ সাদিক শনিবার টুইটার মারফত জানান, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এখন উচ্চ পর্যায়ের আফগান ট্রানজিট পরিবহন ব্যবসার জন্য উন্মুক্ত করা হলো"I

সাদিক জানান, চার্টার্ড বিমান নানাবিধ সামগ্রী ইসলামাবাদে বহন করে আনে এবং আফগান সীমান্তের উত্তরপশ্চিমাঞ্চলীয় তোরখাম সীমান্ত ক্রসিং দিয়ে সড়কপথে কাবুলে নিয়ে যাবার আগে তা কনটেইনারে ভর্তি করা হয়I

বিশেষ দূত টুইটার বার্তায় জানান, "আমি পাকিস্তানের কাস্টমস বিভাগকে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো বিমান থেকে ট্রাকে হস্তান্তরের জন্য সাধুবাদ জানাচ্ছি I এর মাধ্যমে পররাষ্ট্র নীতিতে পরিচালিত ভূ-অর্থনীতিতে পাকিস্তানের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে"I

পাকিস্তানের নিমিত্ত আফগানিস্তান থেকে পরিবহন করা বিশেষত টাটকা ফলের ট্রাকবহরকে সীমান্ত ক্রসিংয়ে পাকিস্তানী কতৃপক্ষ বাধা দিয়েছে এমন অভিযোগকে অপপ্রচার বলে এক টুইটার বার্তায় সাদিক অস্বীকার করেনI

১৯৬৫ সালে প্রণীত দ্বিপাক্ষিক ট্রানজিট চুক্তি এবং ২০১০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পুনরায় আলোচনার পর, কাবুলকে পাকিস্তানের বিমানবন্দর, নৌবন্দর ও অন্যান্য সড়কপথে শুল্ক-মুক্ত আন্তর্জাতিক বাণিজ্য চলাচলের অনুমতি দেয়া হয়I

পক্ষান্তরে ইসলামাবাদ নির্দিষ্ট কতগুলি আফগান ট্রানসিট করিডোর মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যের জন্য ব্যবহার করতে পারবেI

XS
SM
MD
LG