আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলছেন যে স্বঘোষিত ইসলামিক স্টেট গোষ্ঠি শনিবারের আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। জালালাবাদের ঐ আক্রমণে অন্তত ৩৩ জন নিহত এবং আরো শতাধিক লোক আহত হয়েছে। পেসিডেন্ট গণি এই ঘটনাকে লোমহর্ষক বলে বর্ণনা করেন যার কৃতিত্ব নিচ্ছে আই এস জঙ্গিরা। তিনি আই এস জঙ্গিদের তাদের আরবী সংক্ষিপ্ত নাম দায়িশ বলে অভিহিত করেন।
এর আগে তালিবান এই হামলার খবর অস্বীকার করে , একে তাদের কথায় শয়তানি কর্মকান্ড বলেছে।
হামলাকারীরা একটি ব্যাঙ্কের বাইরে এই বোমা আক্রমণ চালায়। ঐ ব্যাঙ্ক থেকেই সরকারী কর্মচারিরা তাদের বেতনের টাকা তোলেন ।
এ দিকে আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশন এই আক্রমণের নিন্দে জানিয়েছে। এক বিবৃতিতে UNAMA বলেছে যে ঘন বসতিপুর্ণ এলাকাগুলোতে অব্যাহত আত্মঘাতী আক্রমণ যুদ্ধাপরাধ বলে গণ্য করা হতে পারে। এই বিবৃতিতে দায়ী ব্যক্তিদের তাতক্ষনিক জবাবদিহিতার কথা বলা হয়েছে।