অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী বাহিনী্র রামাদি পুনর্দখলের ব্যাপারে কেরি আস্থাশীল


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার ইরাকের সরকার পক্ষীয় বাহিনীর প্রতি তাঁর আস্থার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি মনে করেন, ইসলামিক স্টেইট জঙ্গীদের কবল থেকে তারা প্রাদেশিক রাজধানী রামাদির নিয়ন্ত্রণ কব্জা করতে পারবে।

আগের দিন জঙ্গীরা রামাদির দখল নেয় বলে দাবী করে। মিঃ কেরি বলছেন, তাঁর আত্মবিশ্বাস আছে, আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি ঘুরে যাবে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, তিন দিনের লড়াইয়ে রামাদিতে ৫শ মানুষ মারা গেছে। শহরটি রাজধানী বাগদাদ থেকে ১শ ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী মিলিশিয়াদের মিছিল করে শহরে ঢোকার ডাক দিয়েছেন। সোমবারের মধ্যে আরো যোদ্ধা ঐ এলাকায় পৌছে যাবে। গত সপ্তাহ থেকে ঐ এলাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG