অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প-মেয়াদ শেষ হবার আগে বসতি বাস্তবায়নে ইসরাইলের উদ্যোগ 


A demonstrator holding a Palestinian flag gestures as he stands next to Israeli forces during a protest against Israeli settlements in Masafer Yatta near Hebron, in the Israeli-occupied West Bank, Jan. 15, 2021.
A demonstrator holding a Palestinian flag gestures as he stands next to Israeli forces during a protest against Israeli settlements in Masafer Yatta near Hebron, in the Israeli-occupied West Bank, Jan. 15, 2021.

বসতি বিরোধী নজরদারি গ্রূপ জানায়, বন্ধুভাবাপন্ন ট্রাম্প প্রশাসন ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে, ইসরায়েল সরকার পশ্চিম তটে অতিরিক্ত ৭৮০টি পরিবারের বসতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে I নজরদারি গ্রূপ, 'পিস নাউ' জানায় এর ৯০% ঘরবাড়ি পশ্চিম তটের অনেক গভীরে স্থাপন করা হবে, ঠিক যেই অঞ্চলটিকে ফিলিস্তিনি জনগণ তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের কেন্দ্রবিন্দু বলে ভাবেন ; এবং অন্য আরো ২০০টি বসতির কর্মসূচি নেয়া হবে, যেখানে এখনো অনুমোদন পাওয়া যায় নি, তবে সরকার যা বৈধ করে নেবে I

বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প, এসব বসতি গড়ার পক্ষপাতী, তাই তাঁর মেয়াদকাল শেষ হওয়ার আগেই ইসরায়েল বসতি নির্মাণ ত্বরান্বিত করে I

XS
SM
MD
LG