অ্যাকসেসিবিলিটি লিংক

একদিন বিলম্বের পর ইসরাইলি নেতার সঙ্গে বাইডেনের বৈঠক হলো



ওভাল অফিসে প্রেসিডেন্ট বাইডেন ও ইসরাইলী প্রধানমন্ত্রী বেনেটের বৈঠক, ২৭শে অগাস্ট, ২০২১ - এপি
ওভাল অফিসে প্রেসিডেন্ট বাইডেন ও ইসরাইলী প্রধানমন্ত্রী বেনেটের বৈঠক, ২৭শে অগাস্ট, ২০২১ - এপি

আফগান সঙ্কটের কারণে একদিন বিলম্বিত হওয়ার পর, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট, জো বাইডেন, শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী, নাফতালি বেনেটকে হোয়াইট হাউজে স্বাগত জানান I তাদের আলোচনার বিষয়বস্ত্যূর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশা থেকে শুরু করে ইরানের পরমাণু আহরণের অভিলাষের মত বিষয়সমূহ। বাইডেন বলেন , “আমরা কুটনীতিকে অগ্রাধিকার দিচ্ছি এবং দেখছি তা কোথায় আমাদের নিতে পারে। তবে কুটনীতি ব্যর্থ হলে , আমরা অন্য বিকল্পের দিকে যেতে প্রস্তুত আছি”।

প্রেসিডেন্ট বিস্তারিত কিছুর ব্যাখ্যা দেন নি এবং ওভাল অফিসে বেনেট ও তার মন্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেন নিI

ইসরাইলী নেতা বলেন, "আমি আপনার পরিস্কার কথা যে, ইরান কখনো পরমাণু বোমা আহরণে সক্ষম হবে না, আমরা কূটনৈতিক পন্থা অবলম্বন করবো এবং তা নাহলে অন্য পন্থা গ্রহণ করবো, এমন মন্তব্যে তুষ্ট হয়েছি I প্রথম লক্ষ্য হবে ইরানের আঞ্চলিক আগ্রাসনে বাধা দেয়া এবং পরে ইরানের প্রভাবকে দমানোI দ্বিতীয়ত ইরান যেন পরমাণু অস্ত্রের ব্যবহার শুরু করতে না পারে, তা থেকে ইরানকে চিরস্থায়ীভাবে দূরে সরিয়ে রাখাI

XS
SM
MD
LG