ইসরায়েলি বাহিনী দুজন ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করে যখন তারা পশ্চিম তটে দখলকৃত এলাকায় একজন ইসরায়েলি সেনাকে ছুড়িকাঘাত করে।
সামরিক বাহিনী বলেছে আক্রমণকারিদের বয়স ১৭ এবং ২৩। নাবলুস শহরের কাছে হাওয়ারা পারাপারের কাছে একটি গ্যাস স্টেশনে ওই দুই ফিলিস্তিনী, ইসরায়েলী সেনার উপর হামলা চালায়। ইসরায়েলী কর্মকর্তারা বলেছেন সেনা কিছুটা জখম হয়েছে।
এর আগে রবিবার এক ফিলিস্তিনী, জেরুসালেমের প্রধান বাস স্টেশনের কাছে এক সৈনিককে ছুড়িকঘাত করে জখম করে। এক নিরাপত্তা রক্ষী আক্রমণকারীকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
অক্টোবার মাস শুরু হওয়ার পর থেকে সহিংসতায় প্রায় ১৩০জন ফিলিস্তিনী ও ২০ জন ইসরায়েলী নিহত হয।