অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ মহাসচিব বান কি মুন দু’দিনের সফরে ইস্রাইল গিয়েছেন- গিয়েছেন ফিলিস্তিনী ভূখন্ড সফরে


জাতিসংঘ মহাসচিব বান কি মুন দু’দিনের সফরে ইস্রাইল গিয়েছেন- গিয়েছেন ফিলিস্তিনী ভূখন্ড সফরে- এবং এ সফরে তিনি গেলেন , তাঁর কথায়, সহিসংতা বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ার পর।

সফরে রওনার আগে তিনি ইস্রাইলী ও ফিলিস্তিনীদের উদ্দেশ করে প্রনীত একটি ভিডিও বার্তা পাঠান- যাতে তিনি বলেন,উভয় পক্ষেরই ক্ষোভ-উদ্বেগ অনুধাবন করেই সকলকে সন্ত্রাসের,প্ররোচনার বিরোধীতা করবার জন্যে আহ্বান জানাচ্ছেন তিনি।

বান,ফিলিস্তিনী জনগনের প্রাণ-উদ্দীপনা শান্তিপুর্ণভাবে কাজে লাগানোর জন্যে ফিলিস্তিনী নেতাদের প্রতি আহ্বান জানান- ফিলিস্তিনী নেতাদের কাছ থেকে ও ইস্রাইলের তরফ থেকেও এবং জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক একটা সমাধানে অগ্রগতি সাধনের জন্যে দাবি জানাতে আহ্বান জানান তিনি নবীন বয়সি ফিলিস্তিনীদেরকে।বলেন- আমি তোমাদেরকে নিস্পৃহ হতে বলছিনা- তবে,হতাশা-নৈরাশ্যকে হাতিয়ার করা চলবেনা কোনোক্রমেই।এ্যাক্ট-

জাতিসংঘ মহাসচিব - নিরবচ্ছিন্ন শান্তি, শক্তপোক্ত নিরাপত্তার জন্যে ইস্রাইলীদেরকে প্রাচীর খাড়া করা-তল্লাশি চৌকি কায়েম এবং আরক্ষা বাহিনীর নৃশংস আচরন পানে না যাওয়ার- এবং দু’পক্ষকেই দ্বি-রাষ্ট্রীয় সমাধান পানে এগোনোর অব্যাহত প্রয়াসে ব্যাপৃত হওয়ার আহ্বান জানান।

পরিস্থিতি প্রশমিত করে তোলার উদ্দেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরীও এ সপ্তাহে আলোচনায় বসার মনস্থ করেছেন।

XS
SM
MD
LG