অ্যাকসেসিবিলিটি লিংক

সহিংসতায় কমসে কম আট ইস্রাইলী ও চল্লিশোর্ধ ফিলিস্তিনীর প্রাণ বিনাশ ঘটেছে


জাতিসংঘ মহাসচিব বান কি মুন আজ বুধবার বৈঠকে মিলিত হচ্ছেন ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহামুদ আব্বাসের সঙ্গে। এটি, ইস্রাইল-ফিলিস্তিনী সহিংসতার যে ধারা বর্তমানে চলছে সেটাই প্রশমিত করতে পরিচালিত তাঁর উদ্যোগেরই অংশ ।

রামাল্লায় তাঁর সঙ্গে মাহমুদ আব্বাসের এ বৈঠক হচ্ছে। এর আগে,গতকাল মঙ্গলবার তাঁর আলোচনা হয় ইস্রাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুর সঙ্গে । আলোচনায় জাতিসংঘ মহাসচিব এই যে সহিংসতা চলছে এটাই পুরোদস্তুর একটা ধর্মীয় সংঘাতের রুপ না নেয়, সে আশংকার কথা তুলে ধরেন – বলেন,এটাই পরে আবার আঞ্চলিক জটীলতা খাড়া করতে পারে ।

সাংবাদিকদের তিনি বলেন- মানুষের প্রাণ বিনাশ ঘটতে পারে এমোন পরিস্থিতির আগেই তা প্রশমিত করার বিশেষ চেষ্টা না চালিয়ে নিরাপত্তা পদক্ষেপ নিলে সেটা উল্টো ফলোদয় ঘটাতে পারে ।

ফিলিস্তিনীদের বিরুদ্ধে কয়েক সপ্তাহের হানাহানিতে ইস্রাইলের আরক্ষা বাহিনী মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ সহিংসতায় কমসে কম আট ইস্রাইলী ও চল্লিশোর্ধ ফিলিস্তিনীর প্রাণ বিনাশ ঘটেছে

XS
SM
MD
LG