অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য অপসারণের সিদ্ধান্তে ইসরাইলে বিরূপ প্রতিক্রিয়া


সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের প্রায় সব সৈন্য অপসারণের সিদ্ধান্তে ইসরাইলে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। ইসরাইলিরা আশঙ্কা প্রকাশ করেছে যে, এর কারণে ইসলামিক স্টেটের পুণরুত্থান ঘটতে পারে এবং ইরান আরও বেশি স্বাধীনতা পেতে পারে। তা ছাড়া ব্যাপক অর্থে ইসরাইলসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন উঠছে।

ইসরাইলের আর্মি রেডিও জানিয়েছে যে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরালো করছে। তারা এ রকম আশংকা করছে যে ইরান, ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করতে পারে। কারণ এর আগে ইসরাইল নিজেই ইরাক ও সিরিয়ায় অস্ত্রবাহী যানবহরের উপর উপুর্যপুরি আক্রমণ চালিয়েছিল এবং বলেছিল যে এই অস্ত্রগুলো হেজবুল্লাহর উদ্দেশ্যে নেয়া হচ্ছিল।

XS
SM
MD
LG