অ্যাকসেসিবিলিটি লিংক

 ইসরাইল, ইয়েমেনের জলসীমায় ইরানের নোঙ্গর করা জাহাজকে আঘাত করেছে 


ইরানের আধা সামরিক বাহিনী, কুদস ফোর্সের পক্ষে গুপ্তচর বৃত্তি করা সন্দেহে, ইয়েমেনের উপকুলে বহু বছর ধরে নোঙ্গর করা জাহাজ, এমভি সাভিজকে লক্ষ্য করে ইরান, বিমান হামলা চালায়I তেহরান তাৎক্ষণিকভাবে ইসরাইলের বিরুদ্ধে দোষারোপ না করলেও, ইস্রায়েল কর্তৃক এই হামলা চালানোর কথা স্বীকার করেI জেনেভায় বিশ্ব শক্তিবর্গ ও ইরানের মধ্যেকার ইরান শান্তি আলোচনা চলাকালীন সময়ে এই হামলা পরিচালনা করা হয়েছেI

জাহাজটির দীর্ঘদিনের ওই বিতর্কিত অঞ্চলে অবস্থানের ব্যাপারে ,সৌদি আরব বারংবার পশ্চিমি এবং জাতিসংঘ বরাবর অভিযোগ করেছে, এই সন্দেহে যে, ইরান ইয়েমেনের হৌথি বিদ্রোহীদের সহায়তায় সেখানে অস্ত্র ও সামরিক পরামর্শ সাহায্য করেছেI

তবে ইরান দাবি করে যে, লোহিত সাগর এবং 'বাব এল মান্দেব' প্রণালীতে জলদস্যুতা প্রতিরোধে জাহাজটিকে মোতায়েন করা হয়েছিলI

XS
SM
MD
LG